ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার রাজধানীর মহাখালীর আরজত পাড়া এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় একথা বলেন তিনি।
মিরপুরে নিজের গাড়ির ওপর হামলাকে শহীদদের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বিকেলে পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
এর আগে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে বলে গণফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের দাবি, হামলায় কামালের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও, বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন বলেও দাবি করা হয়।