টি -২০র হইচই আর চার-ছক্কায় রসায়ন দেখা হলো না বিপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে আসা দর্শকদের । তবে লো স্কোরিং ম্যাচে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংসের মধ্যে উইকেট তুলে নেওয়ার লড়াইটা ছিল দেখার মতো।
মাত্র একশ’ রানের নিচে অলআউট হয়ে যায়, গেলবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে জবাব দিতে নেমে ঘাম ঝরেছে মুশফিক বাহিনীর। রান খরার এই ম্যাচেও দেখা গেছে দারুণ জমজমাটও লড়াই। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় দিয়ে শুরু করেছে মুশফিকের ভাইকিংস।
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রান করতে পারে রংপুর রাইডার্স ।