রাশিয়ায় এয়ারবাসের একটি যাত্রীবাহী বিমান পাখির সঙ্গে ধাক্কা লাগার পর ভুট্টাক্ষেতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এ ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ২৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রোসাভিয়াতসিয়া বিমান পরিবহন সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরাল এয়ারলাইন্সের এ৩২১ এয়ারবাসটি ২২৬ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোর ঝুকোভস্কি বিমানবন্দর থেকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সিম্ফারোপোলে যাচ্ছিল। উড্ডয়নের কিছু সময় পরেই একঝাঁক সিগালের সঙ্গে উড়োজাহাজটির ধাক্কা লাগে। এতে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং ক্রুরা অবিলম্বে উড়োজাহাজটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
বিবৃতিতে আরও বলা হয়, উড়োজাহাজটি ঝুকোভস্কি বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ভুট্টাক্ষেতে জরুরি অবতরণ করে। এরপর দ্রুত যাত্রীদের উড়োজাহাজ থেকে বের করে নেওয়া হয় এবং আঘাতপ্রাপ্তদের হাসপাতালে পাঠানো হয়।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ শিশুসহ ২৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারোর আঘাতই তেমন গুরুতর নয়।