চট্টগ্রামের মডেল পাড়ার বেশ পরিচিত মুখ মানজুমা পারভিন মোনা । ২০১৮ সালের একটি সেরা সুন্দরীর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে নিজের আগমনের জানান দিলেও বেশ কিছুদিন যাবত রয়েছেন রঙ্গিন আলোর অনেকটা বাহিরে।
হটাৎ-ই কোন এক অজানা কারনে ভার্চুয়াল দুনিয়ার ন্যায় ছেড়ে চলে গেলেন বাস্তবিক এই মায়ার দুনিয়া। জানাযায়, বছর খানেক আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে তার আর এ নিয়ে খানিকটা মানসিক চাপে থাকার কথাও জানা যায়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় নিজবাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে মানজুমা পারভিন মোনার বয়স হয়েছিল ২৭ বছর।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মোনার পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকালে মোনার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।
মডেল মোনার আত্মহত্যার ঘটনায় তার বাবা অ্যাডভোকেট সালেহ আহম্মদ কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।