শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
                                           

অধিক মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, দেশে ফিরে গ্রেপ্তার

অধিক মুনাফা দেওয়ার কথা বলে অর্ধ শতকোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মো. আলতাফ হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব বলেছে, ‘টিন ড্রাম আইপিএম’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অধিক মুনাফার লোভ দেখিয়ে লোকজনের কাছ থেকে ৬০ থেকে ৬৫ কোটি টাকা সংগ্রহ করেন আলতাফসহ পাঁচজন। পরে তাঁরা বিদেশে পালিয়ে যান। সম্প্রতি দেশে ফিরে পালিয়ে ছিলেন আলতাফ।
র‍্যাব জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে পাওনাদারেরা বিভিন্ন সময় ২০টি মামলা করেছেন। এর মধ্যে দুই মামলায় তাঁর এক বছরের সাজা হয়েছে। ১৬টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।



ফেইসবুক পেইজ