বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৬ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় রুমা উপজেলার কেউক্রাডং এলাকায় সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।
তাঁর নিশর্ত মুক্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষ ও অঙ্গ সহযোগী সংগঠন বান্দরবান, রাঙামাটি, থানচি, রুমা ও আলীকদম উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এ বিষয়ে পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান ও মহাসচিব মোঃ আলমগীর কবির জানান পিসিএনপি ও এর অঙ্গ সংগঠন লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে শান্তির পথে আসতে আহবান জানান এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দিতে বলেন।
পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান তাঁর মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।