শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
                                           

আওয়ামী লীগের ৭ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ

আজ শনিবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাত দিনের কর্মসূচি শুরু হচ্ছে। আজ বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

আগামী ৪ অক্টোবর পর্যন্ত সমাবেশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কর্মসূচি আছে ক্ষমতাসীন দলটির।

এক দফার দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট আগামী ৫ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কিছু কর্মসূচি বিএনপির কর্মসূচির দিনেই পালন করা হবে।

গত বছর থেকেই বিএনপির কর্মসূচির পাল্টা একই দিনে কাছাকাছি স্থানে সভা–সমাবেশসহ কর্মসূচি পালন করে আসছে।

আওয়ামী লীগের নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। অর্থাৎ বিএনপি ও আওয়ামী লীগের একই দিনে কর্মসূচি ভবিষ্যতেও থাকতে পারে।



ফেইসবুক পেইজ