সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
                                           

ইমরান খানের কারাদণ্ডে খুশি নন বিলাওয়াল

তোশাখানা মামলা ও সাইফার মামলায় মোট ২৪ বছরের কারাদণ্ড হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এতে খুশি নন পাকিস্তান পিপলস পার্টির (পি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর ডনের

পাকিস্তানের গণমাধ্যম ডব্লিউআইওএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ইমরান খানের দোষী সাব্যস্ত হওয়ায় আমি খুশি নই, আরেকজন প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত হওয়াটা আমি উদযাপন করছি না। বাটখেলায় এক এ কথা বলেন।

বিলাওয়াল আরও বলেন, এ ধরনের ঘটনা (প্রতিশোধ) পাকিস্তানের রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে এবং আমি এ ঐতিহ্য ভেঙে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে চাই।

তিনি বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তাই একটি দল আন্দন উৎসব করছে। ২০১৮ সালেও আরেকটি দল একই ধরনের উৎসব করেছিল। আমরা রাজনৈতিক প্রতিপক্ষের দুর্দশা উদযাপন করি না। আমরা শহীদ জুলফিকার আলী ভুট্টো ও শহীদ বেনজির ভুট্টোর উত্তরসূরি, যারা আমাদের এ ধরনের নেতিবাচক রাজনীতি শেখাননি।

পিপিপি নেতা আরও বলেন, জনগণ যদি তার দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে ঘৃণা ও বিভাজনের রাজনীতি দূর হবে।

ইমরান খান
পাকিস্তান



ফেইসবুক পেইজ