শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
                                           

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে তালা দেওয়ার দাবি ছাত্রদলের, সজাগ ছাত্রলীগ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে তালা দেওয়ার দাবি করেছে ছাত্রদলের একটি পক্ষ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ডাকসু ভবনের ফটকে তালা দিয়ে ব্যানার টানিয়ে দেন ছাত্রসংগঠনের কিছু নেতা-কর্মী।

তবে এর পরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা তালা খোলাসহ ব্যানার সরিয়ে ফেলেন। এ সময় ছাত্রদলের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন তাঁরা। ছাত্রলীগ বলছে, তারা সজাগ আছে।
ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, হরতালের সমর্থনে গতকাল রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ডাকসু ভবনের ফটকে তালা দিয়ে ব্যানার টানিয়ে দিয়েছিলেন তাঁরা। ব্যানারে লেখা ছিল, ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত; ১ দফা দাবিতে দেশব্যাপী হরতাল চলছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার বলেন, ‘আমরা তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বার্তা দিতে চেয়েছি যে আওয়ামী লীগের রক্ষাকবচ না হয়ে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করুন। ছাত্রলীগবান্ধব প্রশাসন না হয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করুন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করুন। অকার্যকর ডাকসু সচল করুন।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আজ রোববার দুপুরে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা সজাগ আছেন। ছাত্রদলের নেতা-কর্মীরা তালা-ব্যানার লাগানোর পরই সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তালা লাগাতে এসে ছাত্রদলের একজন শিক্ষার্থীদের হাতে ধরা খেয়েছেন। তাঁকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে জানতে আজ দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করেও তা ব্যস্ত পাওয়া গেছে। আর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদের মুঠোফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।



ফেইসবুক পেইজ