শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
                                           

তীব্র শীতে হাজারো মুরগির বাচ্চার মৃত্যু, কেমন আছে অন্যান্য প্রাণী?

“গত দশ দিনে আমার খামারে মরা বাচ্চার সংখ্যা ২০০’র কাছাকাছি হয়ে গেছে। আমি ২০১৩ সাল থেকে ব্যবসা করি এই লাইনে। এর আগে কখনওই এইভাবে বাচ্চা মারা যেতে দেখিনি।”

গত কয়েকদিনে একে একে প্রায় ২০০ মুরগির বাচ্চা মরে যাওয়ার কথা এভাবেই বলছিলেন রাজশাহীর খামারি ইমাম হোসেন। একসাথে এতগুলো মুরগির বাচ্চার মৃত্যুতে এখন রীতিমতো হতবিহ্বল তিনি।

আড়াই হাজার স্কয়ার ফিটের খামারে গত সাতই জানুয়ারি এক হাজার ৬০০ মুরগির বাচ্চা তুলেছিলেন মি. হোসেন। কিন্তু দুদিন পর সেই বাচ্চাগুলো মারা যেতে শুরু করে।

তার মতে, তীব্র শীতের সাথে খাপ খাওয়াতে পারেনি বলেই মুরগির বাচ্চাগুলো এভাবে মারা যাচ্ছে।

“এবারের আবহাওয়াটা খুবই সমস্যার। অনেক চেষ্টা করেও এই শীতকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।”



ফেইসবুক পেইজ