বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ

নির্বাচন সম্পর্কে ধারণা নিল কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দল

বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে ধারণা নিয়েছে কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দল।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের চার সদস্যের প্রতিনিধিদল।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, কমনওয়েলথের অগ্রবর্তী দলটি কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পেয়ে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আজকের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি, নির্বাচনী আইন-বিধি-বিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ব্যবস্থা, নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট, ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে কমনওয়েলথের প্রতিনিধি দল জানতে চেয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ বিষয়ে তথ্য তুলে ধরেছেন। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সফরকারী প্রতিনিধিদল।

বৈঠক শেষে কমনওয়েলথের প্রতিনিধিদলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ বলেন, পরবর্তী পদক্ষেপের সুপারিশসহ তাঁরা কমনওয়েলথ মহাসচিবের কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।



ফেইসবুক পেইজ