বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
                                           

পরিচ্ছন্নতা নিয়ে হারপুনের প্রচারণা

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে জনসচেতনতা বাড়ানো ও সঠিকভাবে টয়লেট ব্যবহারের নিয়মকানুন শেখানোসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ‘জরুরি খুব জরুরি দরকার–টয়লেটের সঠিক ব্যবহার’ শীর্ষক প্রচারণা চালিয়েছে হারপুন লিকুইড টয়লেট ক্লিনার।

পাবলিক ও প্রাইভেট টয়লেটের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুরক্ষায় নিজেদের সার্বিক ভূমিকা নিয়ে আলোকপাত করা হয় পুরো আয়োজনে। ঢাকা শহরের বিভিন্ন পাবলিক টয়লেট পরিষ্কার রাখার পাশাপাশি সুষ্ঠু ও সঠিক নিয়মে পাবলিক এবং প্রাইভেট টয়লেটের ব্যবহার নিয়ে জনসচেতনতামূলক লিফলেট ও ব্যানারের মাধ্যমে প্রচারণা চালানো হয়।
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এই কার্যক্রম নিয়ে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুল আমীন বলেন, ‘ঘরে বা বাইরে টয়লেট যখন যেখানেই ব্যবহার করি না কেন, নিজেদের উদ্যোগে-নিজেদের অভ্যাসের মধ্য দিয়েই যেন তা পরিচ্ছন্ন রাখি। আমরা চাই নিরাপদ ও সুরক্ষিত টয়লেটের সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ।’



ফেইসবুক পেইজ