শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
                                           

ভারত থেকে আমদানির আলু এসেছে

দাম নিয়ন্ত্রণ করতে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয়। এর তিন দিনের মাথায় দেশে আমদানির আলু আসতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার প্রথম দিনে আলু এসেছে ৭৭ টন। ভারত থেকে আরও আলু আমদানির অপেক্ষায় রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, সরকার এখন পর্যন্ত ১৫৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭ হাজার ২১৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে। নতুন করে আরও অনেকে আবেদন করছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে। যাঁরা আবেদন করেছেন, তাঁরা প্রায় সবাই ভারত থেকে আলু আমদানি করতে চাইছেন। তবে কয়েকজন আমদানিকারক চীন থেকেও আলু আমদানির অনুমতি চেয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এখন প্রতিদিনই আলুর আমদানি হবে। বড় পরিমাণ আলুর আমদানি হলে দেশের বাজারে এর দাম কমে আসবে।
বর্তমানে দেশের বাজারে ৬০ থেকে ৭০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে।

এর আগে সরকার ভারত থেকে ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছিল। কিন্তু এসব প্রতিষ্ঠানের কোনোটাই দেশে ডিম আমদানি করেনি। দেশের বাজারে ডিমের দামও কমেনি।



ফেইসবুক পেইজ