উপরে বাঁ থেকে) মো. আব্দুস শহীদ, সামন্ত লাল সেন, আবদুস সালাম, মো. আবদুর রহমান; (নিচে বাঁ থেকে) র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাজমুল হাসান ও মো. জিল্লুল হাকিম। এঁরা সবাই পূর্ণ মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। আজ বুধবার রাতে তাঁদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী প্রথমবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। অবশ্য তাঁদের কেউ কেউ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে। আগামীকাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার থাকছেন ৩৭ জন
জানা গেছে, প্রথমবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সাতজন। তাঁরা হলেন মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুর রহমান, আবদুস সালাম, মো. জিল্লুল হাকিম, নাজমুল হাসান ও সামন্ত লাল সেন। আর প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।
মন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া মো. আব্দুস শহীদ নবম সংসদে ক্ষমতাসীন দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার তিনি সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সাবেক ছাত্রলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একসময় প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ’৯৬ সালের সরকারে কোনো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য। উবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালের উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা উবায়দুল মোকতাদির এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।