মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে চার দিনব্যাপী শেখ রাসেল দ্বিতীয় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩। গত বুধবার দুপুরে রাজধানীর গুলশান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার এবারের আসরে সারা দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২৪টি কলেজের বিতার্কিক দল অংশ নিচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদাভাবে বিজয়ী নির্বাচন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম বলেন, ‘বিতর্কের উদ্দেশ্য হলে যুক্তি-তর্কের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে কোনটি ঠিক, কোনটি ঠিক না তা প্রতিষ্ঠা করা যায়।’
আতিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা যুক্তি-তর্কের মাধ্যমে তুলে ধরেছিলেন। ফলে স্বাধীনতা অর্জনের জন্য মানুষ জীবন উৎসর্গ করেছিল। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। সুতরাং, যুক্তি-তর্কের শক্তি অনেক। এর মাধ্যমেই সত্য প্রতিষ্ঠা করা যায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মেখলা সরকার, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহাম্মদ আব্দুছ ছবুর খান ও রেজিস্ট্রার মো. মোয়াজ্জম হোসেন।
অনুষ্ঠানে মেখলা সরকার বলেন, ‘বিতর্কের উদ্দেশ্য হলো সত্য অনুসন্ধান করা এবং এটি বিপরীত মতকে সম্মান করতে শেখায়। বিতর্ক আমাদের চোখ খুলে দেয়। একটি বিষয় নিয়ে আমার যে চিন্তা-বক্তব্য রয়েছে এর বাইরেও অনেক তথ্য বা বক্তব্য থাকতে পারে, সেটা বোঝা যায় বিতর্কের মাধ্যমে।’
এবারের প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও স্বপ্নধারা। শনিবার বিকেলে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে।