‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব–২০২৩’–এ আসা দর্শনার্থীদের প্রবেশের সময় র্যাফল ড্রর কুপন দেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে র্যাফল ড্র বিজয়ী পাঁচজনের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।
প্রথম পুরস্কার বিজয়ী মো. তুহিন মাহমুদ টিভিএসের সৌজন্যে একটি মোটরসাইকেল পেয়েছেন। এ ছাড়া প্রথম আলোর সৌজন্যে দ্বিতীয় পুরস্কার পান মো. আসিফ হোসেন খান। তিনি একটি ল্যাপটপ পেয়েছেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার বিজয়ী যথাক্রমে নওশীন রিজওয়ানা ছিদ্দিকী, মো. ইকরামুল হক ও মো. জাহিদুল ইসলাম একটি করে স্মার্টফোন পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী বিপ্লব কুমার রায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক আবু সাদাত, এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী এ এইচ এম আসাদুজ্জামান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান ও বিজ্ঞাপন বিভাগের উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবীর।
টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী বিপ্লব কুমার রায় বলেন, ‘ভর্তি উৎসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে এক ছাতার নিচে আনা আমাদের তরুণ ছেলেমেয়েদের সঠিক পথ বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছে।’
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়টি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, সে সিদ্ধান্ত নিতে পেরেছে।’
মোটরসাইকেল বিজয়ী মো. তুহিন মাহমুদ বলেন, ‘ভর্তি উৎসবে এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম সম্পর্কে জানতে পেরেছি। র্যাফল ড্রতে প্রথম বিজয়ী হয়ে ভালো লেগেছে।’
ভর্তি উৎসবের আয়োজক প্রথম আলো। টাইটেল স্পনসর জিপিএইচ ইস্পাত। সহপৃষ্ঠপোষক (পাওয়ার্ড বাই) টিভিএস। ইভেন্ট পার্টনার (অনুষ্ঠান সহযোগী) এনেক্স কমিউনিকেশনস।