শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
                                           

সড়কে প্রতিদিন গড়ে ১৪ জনের প্রাণ গেছে: বিআরটিএ

সড়কে গত বছর প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

২০২৩ সালের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিআরটিএ। চেয়ারম্যান নুর মোহাম্মদ জানান, ২০২৩ সালে সারা দেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৫ হাজার ২৪ জনের মৃত্যু হয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত বছর সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৪৯৫ জন আহত হয়েছে বলেও জানায় বিআরটিএ।



ফেইসবুক পেইজ