শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
                                           

১০ দিন আগে জামিনে মুক্ত যুবক এবার রিভলবারসহ গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে রিভলবারসহ ফাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফাহিমের বিরুদ্ধে মিরপুর থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাইয়ের পাঁচটি মামলা আছে বলেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, মাস দু-এক আগেও চাঁদাবাজির অভিযোগে ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছিল। ১০ দিন আগে জামিনে কারাগার থেকে ছাড়া পান তিনি। কারাগার থেকে বেরিয়ে আসার পর ফাহিম কয়েক দিন ধরে শেওড়াপাড়ার ডিসেন্ট সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকানের মালিকের কাছে চাঁদা দাবি করছিলেন বলে জানান ওসি মহসিন।
কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান ফাহিম।

পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ফাহিম মিরপুর এলাকায় চাঁদাবাজি করে আসছেন। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। চাপাতি নিয়ে ঘুরে বলে তাঁকে সবাই ‘চাপাতি ফাহিম’ নামেই ডাকে।



ফেইসবুক পেইজ