আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীতদের চিঠি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জাহাঙ্গীর কবির নানক ও এমপি বদিসহ বাদ পড়েছেন নৌকার কিছু হেভিওয়েট প্রার্থী। তবে এবার নবীন-প্রবীণের সমন্বয়ে দেয়া হয়েছে মনোনয়ন। তবে এবার চারটি আসনে চিঠি দেওয়া হয়েছে দুজন করে। রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়।
ভোটের জন্য যেসব আসনগুলোতে দুজনকে চিঠি দেওয়া হয়েছে-
হবিগঞ্জ-৪: এ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সঙ্গে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।
লক্ষীপুর-৩: এই আসনেও দুইজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, মো. গোলাম ফারুক ও একেএম শাহজাহান কামাল।
পটুয়াখালী-৩: এস এম শাহজাদা ও খ ম জাহাঙ্গীরকে পটুয়াখালী-৩ আসনের জন্য মনোনীত করে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।
কিশোরগঞ্জ-১: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন।
এ বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি টেকনিক্যাল কারণে করা হয়েছে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।