শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
                                           

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ওসি সেলিম রেজার বিরুদ্ধে ধর্ষন ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ওসি সেলিম রেজার বিরুদ্ধে ধর্ষন ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই নারী অভিযোগ করেন, ২০২০ সালে নাচোল থানায় একটি মামলা সংক্রান্ত বিষয়ে আসা যাওয়ার সুবাদে পরিচয় হয় এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তী বিয়ের প্রলোভন দেখিয়ে শহরের নাখেরাজ পাড়ায় ওসির ভাড়াবাড়িসহ বিভিন্ন হোটেলে একাধিকবার শারিরীক সম্পর্কে লিপ্ত হয়। পরে ওসির স্ত্রী এ ঘটনা জেনে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় ওসি। তিনি আরও বলেন, সম্পর্ক স্থাপনের সময় ওসি জানান, তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এবং আমাকে বিয়ে করতে চান এবং বার বার আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারী বিয়ের দাবিতে ভোলাহাট থানায় যায়। এ সময় আমাকে মারধর করে ও পুলিশের অন্যান্য সদস্যরা শারিরীকভাবে নির্যাতন করে। পরে গত ২২ ফেব্রুয়ারী বিয়ের দাবিতে থানায় অনশন করতে গেলে ওসিসহ অন্যান্য পুলিশ ও তার ড্রাইভার মারধর করেন এবং মেরে ফেলার হুমকি দেন এবং থানায় মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এ সময় আমার মোবাইল জব্দ করে সব ডকুমেন্ট নষ্ট করে ফেলে ওসি

 

 

তবে ওই নারীকে নিয়ে থানায় হট্টগোল, গায়ে হাত তোলা ওঅশ্লীলতার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত সাপেক্ষে ওসি সেলিম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।



ফেইসবুক পেইজ