চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে অক্সিজেন মোড় রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অক্সিজেন এলাকায় একটি কারখানার পাশে দাঁড়িয়ে ছিল বাসটি। এতে কোনো যাত্রী বা চালক ছিল না। ১০টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, বাসটি মুরাদপুর থেকে রাউজান রুটে চলাচল করত। অক্সিজেন মোড় এলাকায় সেটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সারা দেশে অবরোধের পাশাপাশি রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এদিন সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।