শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
                                           

টি-টোয়েন্টির বর্ষসেরা ভারতীয় তারকা

টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

নারীদের ক্রিকেটে সেরার স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউস।

৩৩ বছর বয়সি ভারতীয় আগ্রাসী ব্যাটসম্যান সুর্যকুমার যাদব ১৭ ইনিংসে দুটি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ৪৮.৮৬ গড়ে ৭৩৩ রান করেন।

সূযকুমার সেরার লড়াইয়ে হারিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ও উগান্ডার বাঁহাতি স্পিনার আলপেশ রামজানিকে।

আর উইন্ডিজ তারকা হেইলি ম্যাথিউস গত বছর ১৪ ম্যাচে এক সেঞ্চুরি আর ৪টি ফিফটির সাহায্যে ৬৩.৬৩ গড়ে ৭০০ রান করার পাশাপশি শিকার করেন ১৯ উইকেট।

হেইলি ম্যাথিউস সেরার লড়াইয়ে পেছনে ফেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি, ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন ও শ্রীলংকার ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তুকে।



ফেইসবুক পেইজ