শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
                                           

ঢাকায় বেড়াতে এসে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় বিলকিস আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত নারীর স্বামী আবদুর রব বলেন, গাজীপুর থেকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তাঁরা। খিলগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান বিলকিসকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



ফেইসবুক পেইজ