রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
                                           

ঢাকা শহরে বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে ইউআইইউতে সেমিনার

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ‘ঢাকা শহরে বৃষ্টির পানি ব্যবস্থাপনায় রূপান্তরমূলক পরিবর্তন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং ডেইলি স্টারের সহযোগিতায় এ সেমিনার হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সভাপতিত্ব করেন ইউআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য আবুল কাশেম মিয়া।

বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, বুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক আতাউর রহমান এবং ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আফজাল আহমেদ।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেইসবুক পেইজ