হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের গুলশানের বাসা ঘিরে রেখেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে র্যাব-১–এর একটি দল গুলশান–২ নম্বরে তাঁর বাসা ঘিরে রেখেছে।
যোগাযোগ করা হলে রাত ১২টার দিকে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, র্যাব-১–এর একটি দল অভিযান চালাতে গুলশান ২ নম্বরে আজাদ জামে মসজিদের উল্টো দিকে আদম তমিজী হকের বাসায় গেছেন।
রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়ি ঘিরে অবস্থান করছিল র্যাব।
আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন।
গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং নিজ দল আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।