শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
                                           

মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার এক সপ্তাহে যা যা ঘটলো

মধ্যপ্রাচ্যজুড়ে গত সপ্তাহে নতুন সব সহিংসতা দেখা গিয়েছে, যা অস্থির এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এক নজরে একটু দেখে নেয়া যাক কী কী ঘটলো এবং সামনে এসব সংঘাত কোন দিকে মোড় নিতে পারে?

ইরান-পাকিস্তান
মঙ্গলবার ইরান একেবারে আচমকা পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

ইরান বলছে তারা এই হামলাটি করেছে ইরানের একটি সুন্নি মুসলিম জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের ঘাঁটি লক্ষ্য করে, যারা ইরানের ভেতরে হামলা চালিয়েছিল।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় হামলায় দুই শিশু মারা গিয়েছে এবং তারা দ্রুতই পাল্টা আক্রমণে যায়।

পাকিস্তান এবার ইরান সীমান্ত এলাকায় পাকিস্তানি “জঙ্গি গোষ্ঠীর আস্তানা’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ইরান বলেছে হামলায় তিন নারী, দুই পুরুষ ও চার শিশু নিহত হয়।

এমন পাল্টাপাল্টি হামলা আগে থেকেই নানামুখী সঙ্কটে থাকা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

যদিও এমন ইটের বদলে পাটকেল ছোঁড়ার এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের মূল লড়াইয়ের কেন্দ্র ইসরায়েল-গাজা থেকে অনেক দূরে। কিন্তু সীমান্তে এখন যে অস্থিরতা বিরাজ করছে, আরও নতুন কোন ঘটনা এক্ষেত্রে সংঘাত দ্রুত ছড়িয়ে দিতে পারে, যেমন জইশ আল আদল যদি ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সিদ্ধান্ত নিতে পারে।



ফেইসবুক পেইজ