শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
                                           

আইটি সোসাইটির নতুন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাইমিনুল হক ও নিয়াজ উদ্দীন ভূঁইয়া। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ডিইউআইটিএসের নতুন কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিইউআইটিএস।
ডিইউআইটিএসের ২৩ সদস্যের নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আছেম, মাহমুদা রুপা, তানজিমুল ইসলাম ও আহমেদ আল ফাত্তাহ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজভী হাসান, সানজিদা সুলতানা ও খন্দকার তাজিনা ইসলাম। অন্য সদস্যরা হলেন আজিজুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), ফারাহ উলফাত (অর্থ সম্পাদক), নাদিয়া মোমেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), নাহিদুল ইসলাম (দপ্তর সম্পাদক), আবুল ফাররাহ (তথ্য ও গবেষণা সম্পাদক), ওয়াসিউল হক (বহির্যোগাযোগ সম্পাদক), হাম্মাদুর রহমান (দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক)। অনুষ্ঠানবিষয়ক সম্পাদক হয়েছেন রুহুল কুদ্দুস, আবদুল্লাহ ভূঁইয়া, আসলা উল হুসনা, রুহী সাদিয়া, আকিউজ্জামান কোয়েল, নাজমুস সাকিব ও সুমাইয়া সুলতানা।



ফেইসবুক পেইজ