রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
                                           

আত্মবিশ্বাসই তাঁর হাতিয়ার

দুচোখ ভরা স্বপ্ন নিয়ে ছোট শহর থেকে এসেছেন নবাগত নায়িকা প্যানি কাশ্যপ। ‘পেয়ার হ্যায় তো হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আত্মবিশ্বাসকে হাতিয়ার করে এগিয়ে চলেছেন এই নায়িকা।
প্রদীপ আর কে চৌধুরী পরিচালিত ‘পেয়ার হ্যায় তো হ্যায়’ ছবিতে করণ হরিহরণের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন প্যানি। ভারতের নামকরা সংগীতশিল্পী হরিহরণের ছেলে হলেন এই করণ।
বলিউডে নিজের অভিষেক প্রসঙ্গে ফ্রি প্রেস জার্নালকে এক সাক্ষাৎকারে প্যানি বলেন, ‘আমি ছোট শহরের মেয়ে।
আমার জন্য মোটেও এখানে সুযোগ পাওয়া সহজ ছিল না। কিন্তু আমি খুব তাড়াতাড়ি হিন্দি সিনেমার কলাকৌশল শিখে গিয়েছিলাম।
খুব করে উপলব্ধি করেছিলাম, এখানে টিকে থাকতে হলে সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মবিশ্বাস। নিজের পেশাগত দক্ষতাকে ক্রমাগত ধার দিতে হবে। আমি নাটকে কাজ করা শুরুর সময় এসব উপলব্ধি করেছি।
’বিটাউনের এই নবাগত নায়িকা আরও বলেন, ‘আমি এরই মধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছি। কোনোটিকে এখনো হ্যাঁ বলিনি। আসলে আমার অন্তর–আত্মা বলেছে, আরও অপেক্ষা করতে। আমি বেশ কিছু অডিশন দিয়েছিলাম। প্রতিটি অডিশনই আমাকে আশা দেখিয়েছিল। সুযোগ না পাওয়ার পর আশাহত হয়েছি। এই ছবিতে অডিশন দেওয়ার পর আমি সুযোগ পেয়েছি।
ছবিটি মুক্তির জন্য আমি অধীর অপেক্ষায় আছি। নিজেকে রুপালি পর্দায় দেখার জন্য আর তর সইছে না। মনে হচ্ছে, আমার পেটের মধ্যে অনেকগুলো প্রজাপতি উড়ছে।’

‘পেয়ার হ্যায় তো হ্যায়’ ছবিটি ২৮ সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে।



ফেইসবুক পেইজ